আফকন জিতে সাদিও মানেরা পাচ্ছেন কোটি টাকা ও প্লট উপহার

আফ্রিকা কাপ অব নেশনস (আফকন) জিতে ইতিহাস রচনার পর সেনেগাল সরকার দেশের ফুটবল দলের সদস্যদের উদযাপনে উদার পুরস্কারের ঘোষণা দিয়েছে।

প্রেসিডেন্ট প্যালেসে এক অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট বাসিরু দিয়োমায়ে ফায়ে ঘোষণা করেন, শিরোপাজয়ী দলের প্রতিটি খেলোয়াড়কে দেওয়া হবে ৭৫ মিলিয়ন সিএফএ ফ্রাঙ্ক, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকা। পাশাপাশি প্রত্যেক খেলোয়াড়কে দেওয়া হবে রাজধানী ডাকারের দক্ষিণে জনপ্রিয় উপকূলীয় এলাকা পেতিত কোতে ২,৫০০ বর্গমিটার জমি।

শুধু খেলোয়াড়রাই নয়—সেনেগাল ফুটবল ফেডারেশনের (এফএসএফ) কর্মকর্তারা এবং পুরো প্রতিনিধিদলের সদস্যরাও নগদ অর্থ ও ছোট জমি পাবেন। এছাড়া ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ করা হয়েছে ৩০৫ মিলিয়ন সিএফএ ফ্রাঙ্ক।

আরও প্রভাবশালী সম্মান হিসেবে, কোচ পাপে থিয়াও ও পুরো দলকে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক্ষেপ ‘ন্যাশনাল অর্ডার অব দ্য লায়ন’-এর কমান্ডার পদে ভূষিত করা হয়েছে।

জয় পর্বের উদযাপনও ছিল চোখে পড়ার মতো। অধিনায়ক সাদিও মানে ও তার সতীর্থরা খোলা বাসে চড়ে ডাকারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। জাতীয় পতাকার রঙে সাজানো বাসে হাজারো সমর্থক তাদের অভিবাদন জানান, এবং শহর ঢাকের তালে তালে নেচে-গেয়ে উদযাপনে মেতে ওঠে।

দেশে ফেরার পর বিমানবন্দরেই প্রেসিডেন্ট ফায়ে খেলোয়াড়দের স্বাগত জানান। তিনি বলেন, সেনেগাল দল ‘বীরত্বের সঙ্গে’ খেলেছে এবং সমর্থকদের জন্য দারুণ ফুটবল উপহার দিয়েছে।

-মীর মোমিন