ট্রাম্পের গঠিত ‘গাজা বোর্ড অব পিস’-এ যোগ দিচ্ছে পাকিস্তান

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্থায়ী শান্তি ও পুনর্গঠন কার্যক্রমে অংশ নিতে যুক্তরাষ্ট্রের গঠিত ‘গাজা বোর্ড অব পিস’-এ যোগ দিচ্ছে পাকিস্তান। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, “পাকিস্তান গাজা বোর্ড অব পিসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইসলামাবাদ আশা করছে, এই বোর্ড গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য যথাযথ পদক্ষেপ নেবে।”

সুইজারল্যান্ডের দাভোস শহরে শুরু হওয়া বিশ্বের সবচেয়ে বৃহৎ অর্থনৈতিক সম্মেলন ‘দাভোস সম্মেলন’-এ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ যোগ দিয়েছেন। পাশাপাশি দেশটির সেনা ও প্রতিরক্ষা বিভাগের প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও এই সম্মেলনে অংশ নিচ্ছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মূলত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের জন্যই ফিল্ড মার্শাল দাভোসের উদ্দেশে রওনা হয়েছেন।

গাজার বোর্ড অব পিসে পাকিস্তানের যোগদান প্রসঙ্গে জানা গেছে, গত ১৭ জানুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্প পাকিস্তানকে আমন্ত্রণ জানান। ট্রাম্পের শান্তি পরিকল্পনার অংশ হিসেবে বোর্ডটি গাজার প্রশাসন পরিচালনা করবে এবং পুনর্গঠনের তহবিল সংগ্রহ ও ব্যয় তত্ত্বাবধান করবে। পরিকল্পনায় বলা হয়েছে, বোর্ডের সদস্য দেশগুলো টেকনোক্র্যাট সরকারের নির্দেশনা প্রদান ও গাজার পুনর্গঠনে সহায়তা করবে।

গাজার হামাস-ইসরায়েল যুদ্ধ শেষ করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প গত ২৯ সেপ্টেম্বর ২০ পয়েন্টের শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছিলেন, যা ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে কার্যকর হয়েছে। পাকিস্তান এই পরিষদে যোগ দিয়ে গাজার স্থায়ী শান্তি ও পুনর্গঠনে সক্রিয় ভূমিকা রাখতে চায়।

সূত্র: রয়টার্স

-এমইউএম