সিলেটে তারেক রহমানের ‘দ্য প্ল্যান’: তরুণদের নিয়ে আগামীর বাংলাদেশ গড়ব

বৃহস্পতিবার সিলেটে তরুণদের সাথে এক বিশেষ মতবিনিময় সভায় অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক এই অনুষ্ঠানে তিনি তরুণদের নানা প্রশ্নের উত্তর দেন এবং আগামী দিনের রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা তুলে ধরেন।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কেবল জাতীয় পর্যায় নয়, গণতন্ত্রকে ইউনিয়ন পরিষদ ও পৌরসভার মতো স্থানীয় সরকার কাঠামোর প্রতিটি স্তরে কার্যকর করতে হবে। আজ বৃহস্পতিবার সকালে সিলেট শহরতলীর গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজিত ‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক’ অনুষ্ঠানে তরুণ শিক্ষার্থীদের মুখোমুখি হয়ে তিনি এই মন্তব্য করেন। ১৯টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শতাধিক তরুণ শিক্ষার্থীর সাথে প্রায় এক ঘণ্টাব্যাপী এই মতবিনিময় সভায় তিনি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও পরিবেশ নিয়ে তাঁর দলের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
তারেক রহমান জানান, বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রায় ৪ কোটি পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করবে, যার প্রধান সুবিধাভোগী হবেন পরিবারের নারী বা মা। এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সরাসরি নগদ সহায়তা দেওয়া হবে। তিনি বলেন, “নারীরা অর্থ পেলে তা সন্তানের শিক্ষা ও পরিবারের স্বাস্থ্যের পেছনে ব্যয় করেন, যা স্থানীয় অর্থনীতিকে সচল করে এবং নারীর সামাজিক মর্যাদা বাড়ায়।”
দেশের বর্তমান চিকিৎসাব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তারেক রহমান বলেন, সরকারি হাসপাতালে রোগীর তুলনায় চিকিৎসকের সংখ্যা খুবই নগণ্য। তিনি প্রস্তাব করেন: দ্রুত সেবা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগ জরুরি। প্রতিটি জেলায় বিশেষায়িত হাসপাতাল করার বদলে নির্দিষ্ট রোগের জন্য নির্দিষ্ট হাসপাতালকে বিশ্বমানের করার ওপর জোর দেওয়া হবে। সাধারণ রোগের চিকিৎসা ও স্বাস্থ্যবিধির জন্য তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে হাসপাতালের ওপর চাপ কমে।
প্রতিবছর বিদেশগামী কয়েক লাখ অদক্ষ শ্রমিকের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, “বর্তমানে আমাদের দেশের বড় অংশ অদক্ষ হিসেবে বিদেশে যায়, ফলে তারা কাঙ্ক্ষিত আয় করতে পারে না।” তিনি ঘোষণা করেন যে, কারিগরি ও ভোকেশনাল শিক্ষার সাথে জাপানি, ইউরোপীয় বা আরবি ভাষা শিক্ষা যুক্ত করা হবে, যাতে বাংলাদেশের তরুণরা বিশ্ব শ্রমবাজারে দক্ষ হিসেবে উচ্চ মজুরিতে কাজ করতে পারে।
তারেক রহমান পরিবেশ সুরক্ষার সাথে গণতন্ত্রের গভীর সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, মানুষের কথা বলার অধিকার থাকলে বায়ুদূষণ বা শব্দদূষণের মতো সমস্যাগুলো সহজে সমাধান করা সম্ভব। তিনি ঘোষণা দেন যে, বিএনপি আগামী ৫ বছরে দেশজুড়ে ২৫ কোটি (মতান্তরে ৮০ কোটি) গাছ রোপণের লক্ষ্যমাত্রা নিয়েছে এবং প্রতিটি উপজেলায় সরকারি নার্সারির মাধ্যমে চারা বিতরণ করা হবে।
তরুণদের সাথে এই সফল আলাপচারিতা শেষে তারেক রহমান আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা হন।
লামিয়া আক্তার