ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর আজ থেকে দেশজুড়ে শুরু হয়েছে উৎসবমুখর নির্বাচনী প্রচারণা। প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো নিজ নিজ ঐতিহ্য ও কৌশল অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে।
২২ জানুয়ারি ২০২৬ থেকে সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার আমেজ শুরু হয়েছে। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, প্রার্থীরা আজ সকাল থেকে প্রচারণা শুরু করার সুযোগ পেয়েছেন, যা চলবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত। দীর্ঘ প্রচারণার এই সময়সীমা শেষে আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ঐতিহাসিক গণভোটও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিএনপি: প্রথা মেনে সিলেট থেকে যাত্রা
বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক ঐতিহ্য অনুযায়ী আধ্যাত্মিক নগরী সিলেট থেকেই শুরু হয়েছে তাদের আনুষ্ঠানিক প্রচারণা। আজ সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
ঝটিকা সফর: প্রথম দিনেই তারেক রহমান সিলেট ছাড়াও মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জের আড়াইহাজারে দলীয় সমাবেশে যোগ দেবেন।
জামায়াতে ইসলামী: মিরপুর থেকে শুরু
নির্বাচনী প্রচারণার প্রথম দিনে জামায়াতে ইসলামী রাজধানী ঢাকাকে বেছে নিয়েছে। আজ বেলা ২টায় মিরপুর আদর্শ স্কুল মাঠে জনসভার আয়োজন করেছে দলটি।
নেতৃত্বে আমীর: দলটির আমীর ডা. শফিকুর রহমানের নির্বাচনী এলাকা (ঢাকা-১৫) হওয়ায় এই জনসভাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ১০-দলীয় জোটের শীর্ষ নেতারাও এতে অংশ নেবেন।
জাতীয় নাগরিক পার্টি (এনএসপি): তিন নেতার সমাধি থেকে পদযাত্রা
নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি আজ সকালে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রচারণা শুরু করেছে।
কর্মসূচি: সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিন নেতার সমাধি ও শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলামসহ শীর্ষ নেতারা। জিয়ারত শেষে তারা তিন নেতার সমাধি থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত নির্বাচনী পদযাত্রা করবেন।
সিপিবি ও গণসংহতি আন্দোলন: মাঠের রাজনীতি
বাম ঘরানার দলগুলোও আজ থেকে সক্রিয়ভাবে মাঠে নেমেছে।
সিপিবি: বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে তাদের প্রচারণার শুভসূচনা করবে।
গণসংহতি আন্দোলন: দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি আজ সকাল ৯টায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিজ বাবার কবর জিয়ারত করে ‘মাথাল’ মার্কার পক্ষে প্রচারণা শুরু করেছেন।
দেশের প্রতিটি নির্বাচনী এলাকায় আজ থেকে মাইকিং, পথসভা এবং জনসভার মাধ্যমে প্রার্থীরা তাদের ইশতেহার জনগণের সামনে তুলে ধরছেন। নির্বাচন কমিশনের কড়া নির্দেশনায় বলা হয়েছে যে, ১০ ফেব্রুয়ারি নির্ধারিত সময়ের পর কোনোভাবেই আর প্রচার চালানো যাবে না। অর্থাৎ ১২ ফেব্রুয়ারির ভোটের আগে প্রার্থীরা প্রায় ১৯ দিন সময় পাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার জন্য। একই দিনে সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হওয়ায় এবারের নির্বাচনের গুরুত্ব ও নিরাপত্তা ব্যবস্থা বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।
–লামিয়া আক্তার










