১৯ বছর পর বগুড়ায় তারেক রহমান: ২৯ জানুয়ারি বিশাল জনসভা

দীর্ঘ ১৯ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে নিজের পৈতৃক জেলা বগুড়ায় আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথির ভাষণ দেবেন। লন্ডন থেকে দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরার পর এটিই হবে তাঁর প্রথম উত্তরবঙ্গ সফর।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান এবারই প্রথম সরাসরি ভোটে লড়ছেন। তিনি বগুড়া-৬ (সদর) এবং ঢাকা-১৭ আসন থেকে ধানের শীষের প্রার্থী হয়েছেন। পৈতৃক জেলায় তাঁর এই প্রার্থী হওয়ার খবর ও আগমনের বার্তা তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান আগামী ২৮ জানুয়ারি রাজশাহী ও নওগাঁয় নির্বাচনী কর্মসূচি শেষ করে সড়কপথে বগুড়ায় পৌঁছাবেন। ওই রাতে তিনি বগুড়ায় রাত্রিযাপন করবেন এবং পরদিন ২৯ জানুয়ারি আলতাফুন্নেছা খেলার মাঠের জনসভায় অংশ নেবেন। গত রোববার (২৫ জানুয়ারি) বিকেলে জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশাহর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা জনসভার স্থান পরিদর্শন করে প্রস্তুতির চূড়ান্ত তদারকি করেছেন।
জনসভা ছাড়াও তারেক রহমানের তাঁর পৈতৃক নিবাস গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে যাওয়ার কথা রয়েছে। তিনি সেখানে তাঁর বাবা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক ভিটা পরিদর্শন করবেন এবং স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
প্রিয় নেতাকে বরণ করে নিতে বগুড়া শহর ও গাবতলী এলাকায় বইছে উৎসবের আমেজ। তোরণ, ব্যানার আর ফেস্টুনে ছেয়ে গেছে রাস্তাঘাট। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ বলেন, “বগুড়ার মানুষ তাদের মাটির সন্তানকে বরণ করতে মুখিয়ে আছে। ২৯ জানুয়ারির জনসভা ইনশাআল্লাহ জনসমুদ্রে পরিণত হবে।”
উল্লেখ্য, ২০০৬ সালে সর্বশেষ তারেক রহমান বগুড়া সফর করেছিলেন। দীর্ঘ ১৯ বছর পর তাঁর এই ফেরা উত্তরবঙ্গের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
লামিয়া আক্তার