টাঙ্গাইল জেলার ৮টি নির্বাচনি এলাকার ৪৭ বৈধ প্রার্থীদের প্রতীক বরাদ্দ

টাঙ্গাইল ৮টি নির্বাচনি এলাকার বৈধভাবে মনোনীত ৪৭ প্রার্থীদের প্রতীক বরাদ্দ প্রদান করা হয়েছে। বুধবার ২১ জানুয়ারি ২০২৬ সকালে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এর সম্মেলন কক্ষে এই প্রতীক বরাদ্দ প্রদানকরা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ প্রদান করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শরীফা হক।

ও রিটার্নিং অফিসার শরীফা হক। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ২০ অনুচ্ছেদ এবং নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ এর বিধি ৯ অনুসারে রিটার্নিং অফিসার কর্তৃক জেলার ৮টি নির্বাচনি এলাকার প্রতিদ্বন্দ্বী সকল দলীয় ও স্বতন্ত্রপ্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়ে সন্তুষ্ট প্রকাশ করেন।

প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়ে দলের কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল করে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় ত্যাগ করে এবং প্রতীক পেয়ে প্রার্থীরা নিজের নির্বাচনী এলাকায় ফিরে যায় । আগামিকাল বৃহস্পতিবার(২২ জানুয়ারি) থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করবেন। এসময় প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়ে জনকল্যাণে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ তাজুল ইসলাম জানান, স্ব স্ব আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আগামিকাল বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হবে।
উল্লেখ্য , টাঙ্গাইল জেলার ৮টি সংসদীয় আসনে ৬৫জন প্রার্থী নমিনেশন পেপার জমা দেন। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ২৮ প্রার্থীর নমিনেশন পেপার বাতিল করে জেলা রিটার্নিং অফিসার। পরে ইলেকশন কমিশনে আপিল করে ১৮ জন প্রার্থী তাদের প্রার্থীতা ফিরে পান। প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার(২০ জানুয়ারি) ৯ জন নমিনেশন পেপার প্রত্যাহার করে নেন।

মৃণাল কান্তি রায়
টাঙ্গাইল