মৌলভীবাজার-৪ জেলা বিএনপি নেতা মহসিন মিয়া মধুকে দল থেকে বহিস্কার

মৌলভীবাজার-৪(শ্রীমঙ্গল-কমলগঞ্জ)সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী মৌলভীবাজার জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মো. মহসিন মিয়া মধুকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।দলীয় নীতি, আর্দশ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে মহসিন মিয়া মধুকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

তিনি এর আগে ২০০১ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে চার দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতিক নিয়ে নির্বাচন করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজ্বী মুজিব)।

-সাইমুন