ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক পেয়েছেন ফারজানা ফরিদ পূথি। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে জামালপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী মোট ৩১ জন প্রার্থীর মধ্যে তিনি একমাত্র নারী প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে নামলেন।
জেলায় একমাত্র নারী প্রার্থী হওয়ায় ফারজানা ফরিদ পূথির প্রার্থিতা নিয়ে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পুরুষপ্রধান নির্বাচনী পরিবেশে তার অংশগ্রহণ নারীদের রাজনীতিতে আরও সক্রিয় হতে অনুপ্রেরণা জোগাবে।
তিনি আরও বলেন, “নির্বাচনী বিধি অনুযায়ী আগামীকাল থেকেই প্রচার-প্রচারণা শুরু করা যাবে। ইনশাআল্লাহ কাল থেকেই সাধারণ মানুষের দ্বারে দ্বারে পৌঁছাবো।”
উল্লেখ্য, ফারজানা ফরিদ পূথিসহ জামালপুর-৩ আসনে মোট ৯ জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
-সাইমুন










