মৌলভীবাজারের ৪টি আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন

মৌলভীবাজার জেলার ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়েছে। বুধবার সকালে মৌলভীবাজার-১, ২, ৩ ও ৪ আসনের মোট ২৪ জন প্রার্থীকে জেলা রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল আনুষ্ঠানিকভাবে প্রতীক প্রদান করেন।

এর আগে গত মঙ্গলবার মৌলভীবাজার-১, ৩ ও ৪ আসনে জামায়াত ও খেলাফত মজলিশের তিন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন।

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে প্রতীক গ্রহণ করেন বিএনপির প্রার্থী এম নাসের রহমান (সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের পুত্র), ১০ দলীয় জোটের প্রার্থী আহমেদ বিলাল এবং জামায়াতের প্রার্থী মোঃ আব্দুল মান্নান।

মৌলভীবাজার-১ আসনে প্রতীক নেন ১০ দলীয় জোট ও জামায়াতের প্রার্থী মাওলানা আমিনুর রহমান। মৌলভীবাজার-৪ আসনে ১০ দলীয় জোটের দুই প্রার্থীর মধ্যে প্রতীক গ্রহণ করেন বাংলাদেশ খেলাফত মজলিসের নূরে আলম হামিদী এবং এনসিপির প্রীতম দাস।

মৌলভীবাজার-২ আসনে প্রতীক নেন জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী। এভাবে চার আসনে মোট ২৪ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

-আব্দুল কালাম, মৌলভীবাজার