মাঘের শীতের ঝলমলে রোদে মুখর হয়ে উঠল রাজশাহী। শীতের আমেজকে আনন্দ ও ঐতিহ্যের সঙ্গে উদযাপন করতে রাজশাহীতে অনুষ্ঠিত হলো শীতের পিঠা ও ‘রোদ পোহানো উৎসব’। রাজশাহীর নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ প্রাঙ্গণে প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে এই ব্যতিক্রমধর্মী উৎসব অনুষ্ঠিত হয়।
শীতের রোদে বসে পিঠার মিষ্টি ঘ্রাণে পুরো কলেজ প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ধরনের পিঠার স্টল সাজানো হয়, যেখানে পরিবেশন করা হয় শীতের ঐতিহ্যবাহী নানা রকম পিঠা। পাশাপাশি কলেজ মাঠে সারি সারি চেয়ার পেতে শিক্ষার্থী ও অতিথিদের রোদ পোহাতে দেখা যায়।
উৎসব আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে প্রাণিবিদ্যা বিভাগের আয়োজক প্রফেসর ড. মো. সাইদুর রহমান বলেন, আমাদের দেশে বৈশাখ, চৈত্র সংক্রান্তি কিংবা বর্ষা উৎসবের মতো বিভিন্ন ঋতুকে ঘিরে নানা আয়োজন দেখা যায়। কিন্তু শীত মৌসুমে পিঠা উৎসব ছাড়া তেমন কোনো আয়োজন চোখে পড়ে না। সেই ভাবনা থেকেই শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ‘রোদ পোহানো উৎসব’ আয়োজন করা হয়েছে। শীতের রোদ, প্রকৃতি ও আনন্দ—এই তিনটি বিষয়কে একসঙ্গে উপভোগ করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা জানান, এমন আয়োজন সত্যিই ব্যতিক্রম ও আনন্দদায়ক। সকাল থেকেই তারা পিঠার স্টল সাজিয়ে বসেন। খোলা মাঠে শীতের পরিবেশে রোদ পোহানো ও পিঠা উপভোগ করতে পেরে তারা দারুণ উচ্ছ্বসিত।
শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী এই ‘রোদ পোহানো উৎসব’ এক আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
– গোলাম কিবরিয়া, রাজশাহী










