নওগাঁর বদলগাছীতে যৌথবাহিনীর অভিযানে ৫০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে বদলগাছী চৌরাস্তা মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক যুবকের নাম মো. পলাশ হোসেন (২২)। তিনি বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের সাগরপুর গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত মোনার ছেলে বলে জানা গেছে।
যৌথবাহিনী সূত্রে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে বদলগাছী চৌরাস্তায় তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় সন্দেহজনক আচরণের কারণে পলাশ হোসেনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া তার কাছ থেকে নগদ ২ হাজার ৫ শত ৮০ টাকা এবং একটি ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক মাদক বহনের কথা স্বীকার করেছে বলে জানায় যৌথবাহিনী। ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত মাদকগুলো বিক্রির উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। যৌথবাহিনী জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
-সাগর হোসাইন, বদলগাছী










