আজিজুর রহমান শায়েল, হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর প্রাণ আরএফএল কোম্পানির কারখানার ভেতরে সহকর্মীর ধারলো ইস্পাতের আঘাতে সুজন বৈষ্ণব (২৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় মিন্টু মিয়া নামের একজনকে আটক করেছে পুলিশ।
রোববার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।নিহত সুজন বৈষ্ণব বানিয়াচং উপজেলার খড়চা গ্রামের সুমলাল বৈষ্ণবের ছেলে এবং আটক মিন্টু শায়েস্তাগঞ্জ উপজেলার উলুহর গ্রামের সাজু মিয়ার ছেলে। তারা দুইজনই প্রাণ আরএফএল কোম্পানির মেশিন অপারেটর হিসেবে কর্মরত ছিল।
প্রাণ আরএফএল কোম্পানির প্রশাসন ও মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক আব্দুল মন্নান জানান, নিহত সুজন ও আটক মিন্টু মেশিন সেকশনে অপারেটরের কাজ করতেন। রোববার বিকেলে কোন এক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মিন্টু মিয়া হাতের কাছে থাকা ধারালো একটি ইস্পাতের টুকরো দিয়ে সুজন বৈষ্ণবের বুকে ও পেটে আঘাত করেন।
তাৎক্ষণিক অন্য সহকর্মীরা তাকে উদ্ধার করে কোম্পানীর নিজস্ব হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শায়েস্তাগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মুর্শেদ আলম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মিন্টু মিয়াকে আটক করা হয়েছে। তবে কি নিয়ে ঘটনাটি ঘটেছে তা এখনও জানা যায়নি।