এসোসিয়েশন অফ এক্স ক্যাডেট অফ শাহিন কুর্মিটোলা এর উদ্দ্যোগে শীতবস্ত্র বিতরন

নিজস্ব প্রতিবেদকঃ  বুধবার (১৮ জানুয়ারি) এসোসিয়েশন অফ এক্স ক্যাডেট অফ শাহিন কুর্মিটোলা (AECSK)   এর বার্ষিক কার্যক্রমের অংশ হিসেবে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণের কর্মসুচী অনুযায়ী  রাজধানীর কালশী বাইতুল মইন জামে মসজিদ ও কেরাতুল কোরআন শামসুল উলুস মাদ্রাসা ও এতিমখানার  ১২৫ জন এতিম ছাত্রদের এর মাঝে কম্বল বিতরণ করা হয়।

রাত ১০.৩০ মিনিটে  এতিমদের কম্বল বিতরণের মাধ্যমে কার্য প্রনালী শুরু করে পরে মহাখালী, শাহাবাগ, টিএসসি, গুলিস্তান , কমলাপুর রেইল ওয়ে স্টেশন সহ সমগ্র  ঢাকা শহরে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হয় এবং  রাত ৩.০০ ঘটিকায় বিতরণ কর্মসূচি সমাপ্তি হয়।

এই মহৎ কাজের জন্য AECSK এর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয় মহান সৃষ্টি কর্তার কাছে যিনি এই ভালো কাজ করার তৈফিক দান করেছেন।

শীতবস্ত্র বিতরন কার্যক্রমে উপস্থিত ছিলেন  AECSK এর সভাপতি রেজাউল হক হিরু, সিনিয়র সহ- সভাপতি সুবে-সাদেক, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম অপু, মীর্জা আবুল বাসেদ, মনোয়ার, নয়ন স্যার ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম সহ কয়েকজন   এক্স  কেডেট ।

AECSK এর সভাপতি রেজাউল হক হিরু বলেন,’সকলের  সহযোগিতায় আমাদের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সফল করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ।‘