মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার দন্ডপাল ইউনিয়নের শিমুলতলী–হাকিমপুর এলাকায় অবস্থিত একটি অনুমোদনহীন ইটভাটা বন্ধে প্রশাসনের নেতৃত্বে অভিযান পরিচালনাকালে একদল ব্যাক্তি সরকারি কাজে বাধা প্রদান করে। এ সময় প্রশাসনের কর্মকর্তাদের ভয়ভীতি ও হুমকি দেওয়ার ঘটনাও ঘটে।
এ ঘটনায় দণ্ডবিধির ১৪৩ (অবৈধ সমাবেশ), ১৮৬ (সরকারি কাজে বাধা), ৩৫৩ (সরকারি কর্মচারীর ওপর হামলা), ৫০৬ (ভয়ভীতি প্রদর্শন), ১১৪ ও ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়।
মামলার পর যৌথবাহিনী অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন— দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের শিমুলতলী–হাকিমপুর এলাকার মৃত আব্দুল হকের ছেলে আমিনুল হক (৪৮), একই এলাকার ময়নউদ্দীনের ছেলে মোসলেমউদ্দিন (৩৮) এবং মৌমারি–হাকিমপুর এলাকার সোলেমান শেখের ছেলে মোঃ শাহিনুর ইসলাম (৩৮)।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসন সূত্রে জানা গেছে।