মুন্সীগঞ্জের গজারিয়ায় অস্ত্র বিক্রি করতে এসে আমেনা আক্তার (৩২) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি একটি অত্যাধুনিক পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
আটক আমেনা আক্তার রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন একটি রেস্টুরেন্টের সামনে থেকে তাকে আটক করা হয়।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গজারিয়া থানা পুলিশের একটি দল ভিটিকান্দি এলাকায় অভিযান চালায়। এ সময় মহাসড়কের পাশে একটি রেস্টুরেন্টের সামনে সন্দেহভাজন ওই নারীকে তল্লাশি করা হলে তাঁর ভ্যানিটি ব্যাগ থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদ শেষে আটক নারীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। অস্ত্র চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।
-সাইমুন









