ম্যাডোনা। পুরো নাম ম্যাডোনা লুইস চিকোন। তিনি একাধারে অভিনেত্রী, প্রযোজক, ফ্যাশন ডিজাইনার, মডেল ও সংগীত শিল্পী। ৬৭ বছরের এই তারকা তার ২৯ বছরের এই প্রেমিকার সঙ্গে মরক্কো ভ্রমণের গিয়ে ইরান ইস্যুতে কথা বলে আলোচনায় আসেন ম্যাডোনা। এ সময় তিনি ইরানে নিপীড়িত জনগণের পাশে আছেন বলে জানান এই তারকা। এছাড়া তিনি দেশটির নারী সমাজের প্রতি পূর্ণ সমর্থন জানান।
ম্যাডোনা আমেরিকায় পপ সংস্কৃতিতে এখনও এতোটা প্রভাব বিস্তার করছে যে তাকে ‘দ্য কুইন অফ পপ’ বলে ডাকা হয়।তিনি সর্বকালের সবচেয়ে বেশি বিক্রিত ও সফল নারী সংগীত শিল্পী। এখন পর্যন্ত মোট ৩৫ কোটি কপি বিক্রির রেকর্ড রয়েছে। বয়স ৬৭ হলে এখনও সৌন্দর্যের কাছে হার মানেনি। সম্প্রতি প্রেমিক আকিম মরিসের সঙ্গে মরক্কোকে ছুটি কাটাতে গিয়ে ইরানে শাসক ও জনগণের প্রশংসা করে একটি বার্তা দেন।
ইনেস্টাগ্রামের পোস্টে তিনি লেখেন, ছুটির সময় মক্কোর কাটানো দিনগুলো কথা ভাবতে গিয়ে আমার মনে পড়ে ইরানের সেই মানুষগুলোর কথা, যারা প্রয়োজনীয় এক বিপ্লবের জন্য লড়াই করছে এবং নিজের বিশ্বাসের জন্য জীবন দিত্রে প্রস্তুত।
ইরান ইস্যুতে ম্যাডোনা আরও বলেন, ইরানের মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে স্বাধীনতার সাদ পায়নি। আমি তাদের কষ্ট পুরোপুরি বুঝতে পারি এমন দাবি করতে পারি না, কিন্তু আমার চিন্তা ও প্রার্থনা ইরানের মানুষের সঙ্গে আছে। সময় এখনই। দৃঢ় থাকুন। আমি ইরানের পাশি দাঁড়িয়েছি। তাদের কণ্ঠস্বর শোনা যাক-মুক্ত ইরান।
মাহমুদ সালেহীন খান










