জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল দিনাজপুর এসেছেন। তারা ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন পর্যন্ত অবস্থান করবেন বলে জানা গেছে।
দিনাজপুরে পৌঁছে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিময়ের পর দিনাজপুর জেলা জামায়াতের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারা। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক মিশনের প্রতিনিধি দলে ছিলেন খ্রিষ্টিনা বাক ও গ্রেগোরি ডুরুজ।
সোমবার বেলা ২টায় তারা শহরের পাহাড়পুরে অবস্থিত দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আসেন। নির্বাচনী পর্যবেক্ষক প্রতিনধিদল এসে জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে দিনাজপুরের ৬টি আসনের নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলাপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা আমির অধ্যক্ষ আনিসুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, জেলা সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত, শহর আমীর মাওলানা সিরাজুস সালেহীন ও শহর সহকারী সেক্রেটারি সোহেল রানা প্রমুখ। উক্ত প্রতিনিধিদল আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন পর্যন্ত দিনাজপুর অঞ্চলের দায়িত্বে থাকবেন।তারা ত্রয়োদশ নির্বাচনে অংশগ্রহণকারী সকল দলের নেতা ও প্রার্থীদের সঙ্গেও কথা বলবেন বলে তারা জানিয়েছেন।
-শাহজালাল, দিনাজপুর










