পটুয়াখালী-১ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. আব্দুল ওহাব মিনার (অব.)–এর সঙ্গে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ১১ দলীয় জোটের সিনিয়র নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় নেতারা আশা প্রকাশ করেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী সদর আসন থেকে ১১ দলীয় জোটের প্রার্থী ডা. আব্দুল ওহাব মিনার বিপুল ভোটে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবেন।
মতবিনিময় সভায় পটুয়াখালীকে মাদক, সন্ত্রাস, গুম, খুন, ধর্ষণ, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। পাশাপাশি এলাকায় রাস্তাঘাট, খাল-কালভার্টসহ সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন প্রার্থী ও জোট নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস পটুয়াখালী জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ আব্বাস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ আব্দুর রহীম, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মাদ নাজমুল আহসান, হেফাজতে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা আবুল কাশেম, পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল্লাহ আন নাহিয়ানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
-পটুয়াখালী প্রতিনিধি










