ঠিকানা সংকটে ফেরত এলো ৫ হাজার ৬০০ পোস্টাল ব্যালট

প্রবাসী ভোটারদের সঠিক ঠিকানা না পাওয়ায় মালয়েশিয়া ও ইতালি থেকে মোট ৫ হাজার ৬০০টি পোস্টাল ব্যালট ফেরত এসেছে। এর মধ্যে মালয়েশিয়া থেকে ফিরেছে ৪ হাজার এবং ইতালি থেকে ১ হাজার ৬০০টি ব্যালট।

সোমবার (১৯ জানুয়ারি) নির্বাচন কমিশনে (ইসি) সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, প্রবাসী ভোটারদের দেওয়া ঠিকানায় ব্যালট পৌঁছানো সম্ভব না হওয়ায় সংশ্লিষ্ট দেশগুলো থেকে এসব পোস্টাল ব্যালট ফেরত এসেছে। তবে এতে ভোটের স্বচ্ছতা বা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

নির্বাচন কমিশনার জানান, ”পোস্টাল ব্যালটে ফেস ডিটেকশন প্রযুক্তি ব্যবহৃত হওয়ায় একজনের ভোট অন্য কেউ দেওয়ার সুযোগ নেই।” এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, তা ভিত্তিহীন বলে মন্তব্য করেন। তিনি আরও বলেন, ”পোস্টাল ব্যালটে থাকা ৩৯টি মার্কা ভাঁজের মধ্যে পড়েছে, যা প্রযুক্তিগত প্রক্রিয়ার অংশ হিসেবেই বিবেচিত হচ্ছে।”

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার প্রবাসী ভোটার।

 

— এজাজ আহম্মেদ