চৌমুহনীতে ড্যাবের আয়োজনে জিয়াউর রহমানের জন্মদিন উদযাপন

বি.চৌধুরী (তুহিন) নোয়াখালী প্রতিনিধি নোয়াখালী বেগমগঞ্জের চৌমুহনী চৌরাস্তা সেন্ট্রাল কমিউনিটি সেন্টারে ১৯ জানুয়ারি বেলা ১১ টায় স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে ডক্টরস এসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব)নোয়াখালী কতৃক আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী জননেতা বরকত উল্লাহ বুলু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা (ড্যাবের) সভাপতি ডাঃ সাইফুল ইসলাম ,সঞ্চালনা করেন,ড্যাবের সাধারণ সম্পাদক ডাঃ মনোয়ার হোসেন তালুকদার,উপস্থিত ছিলেন বেগমগঞ্জ ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কনসালটেন্ট ডেন্টাল সার্জন ডাঃ শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন শামীমা বরকত লাকি সাবেক সদস্য,নোয়াখালী জেলা বিএনপি। কামাখ্যা চন্দ্ৰ দাস আহবায়ক,বেগমগঞ্জ উপজেলা বিএনপি। জহির উদ্দিন হারুন আহবায়ক,চৌমুহনী পৌরসভা বিএনপি, মাহফুজুল হক আবেদ সদস্য সচিব,বেগমগঞ্জ উপজেলা বিএনপি।

মহসিন, সদস্য সচিব,চৌমুহনী পৌরসভা বিএনপি, রুস্তম আলী আহবায়ক বেগমগঞ্জ উপজেলা যুবদল,সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।