চিলিতে দাবানলে নিহত ১৮, জরুরি অবস্থা ঘোষণা

ছবি: বায়োবিও অঞ্চলের কনসেপসিওনে ভয়াবহ বনদাবানলের পর ক্ষতিগ্রস্ত ভবনের বাইরে দাঁড়িয়ে আছেন স্থানীয় বাসিন্দারা। আল জাজিরা

দক্ষিণ চিলির বায়োবিও ও নুবলে ভয়াবহ বনদাবানলে এখন পর্যন্ত অন্তত ১৮ জনের প্রাণহানি ঘটেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় দেশের দুইটি প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বরিক।

দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় ইতোমধ্যেই ৫০,০০০-এরও বেশি মানুষকে তাদের বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে, এবং মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে সরকারি কর্মকর্তারা সতর্ক করেছেন।

প্রেসিডেন্ট বরিক জানিয়েছেন, প্রাণহানির নিশ্চয়তা ১৮ জনে পৌঁছেছে, কিন্তু “এই সংখ্যা আরও বাড়বে” বলে তারা আশঙ্কা করছেন। প্রচণ্ড তাপ ও শক্তিশালী বাতাস দাবানল প্রতিহত করার কাজে ব্যাপক প্রতিকূলতা সৃষ্টি করছে। খবর আলজাজিরার।

সরকারি ঘোষণায় বায়োবিও ও নুবলে জরুরি অবস্থা বহাল থাকায় সশস্ত্র বাহিনীর সহায়তা দিয়ে দাবানল নিয়ন্ত্রণে সবরকম রিসোর্স মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।

আলাদা খবরগুলোতে বলা হচ্ছে দাবানল পরিস্থিতি দক্ষিণ কৌশলের অন্যান্য অংশেও ভয়াবহ আকার ধারণ করেছে এবং প্রায় ২৪টি সক্রিয় আগুন এখনও নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। প্রায় ৮ হাজার ৫০০ হেক্টর এলাকা জ্বলেছে এবং অন্তত ২৫০টির বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে।

দাবানলের কারণে পেনকো ও লির্কোয়েন শহরগুলোতে সবচেয়ে বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় পর্যায়ের কর্মকর্তারা বলেছেন অভিজ্ঞতা ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন এবং আবহাওয়ার কড়া শর্ত আরো বিপজ্জনক অবস্থার সৃষ্টি করতে পারে।

প্রেসিডেন্ট বরিক এ ঘটনাকে ২০১০ সালের ভয়াবহ ভূমিকম্পের পর লাতিন আমেরিকার দেশটির সবচেয়ে বড় ট্র্যাজেডি হিসেবে আখ্যা দেন; ওই ভূমিকম্পে অন্তত ৫০০ মানুষের মৃত্যু হয়েছিল।

-সাবরিনা রিমি