রাজশাহী ছড়া সংসদ পুরস্কার পেলেন গবেষক পারভেজ বাবুল

পরিবেশ ও নারী উন্নয়ন বিষয়ে গবেষণার জন্য ‘রাজশাহী ছড়া সংসদ’ পুরস্কারে ভূষিত হয়েছেন সাংবাদিক, কলামিস্ট ও গবেষক পারভেজ বাবুল।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাজশাহী নগর ভবনে আয়োজিত এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। রাজশাহী ছড়া সংসদ দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বরেণ্য ব্যক্তিদের সম্মান জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করে।

পারভেজ বাবুল একজন পরিবেশ ও নারী-বান্ধব লেখক হিসেবে পরিচিত। এর আগেও তিনি পরিবেশ, নারী উন্নয়ন, কাব্যসাহিত্য এবং সাংবাদিকতায় বিভিন্ন সংগঠন থেকে পুরস্কার লাভ করেছেন। ইংরেজি ও বাংলা ভাষায় প্রবন্ধ, উপন্যাস, কাব্যগ্রন্থসহ তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১১টি।


মোঃ আশফুল আলম | উপ-সম্পাদক