বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, দেশকে বাঁচাতে ও গণতন্ত্র ফিরিয়ে আনতে তারেক রহমান এবং বিএনপির কোনো বিকল্প নেই। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “এই দেশকে আবার ভালো পথে নিতে হলে একটি নির্বাচিত ও জনগণের সরকার দরকার। আর সেই সরকার গঠন করতে হলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।”
শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর বনানীতে ঢাকা-১৭ আসনের বিএনপির নির্বাচনী কার্যালয়ে তাঁতী দলের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ঐক্যবদ্ধভাবে ভোট চাওয়ার আহ্বান
আবদুস সালাম নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “শুধু নিজের ভোট নয়, পরিবারের সদস্যদের ভোট, আত্মীয়-স্বজনের ভোট এবং আশপাশের মানুষের ভোটও ধানের শীষের পক্ষে আনতে হবে। একজন কর্মী যদি ১০ জনকে বোঝাতে পারেন, সেটাই ধীরে ধীরে বিশাল শক্তিতে পরিণত হবে।”
তিনি আরও বলেন, “মানুষ তারেক রহমানকে ভোট দিতে চায়, কারণ মানুষ তাকে ভালোবাসে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের জন্য কাজ করেছেন, ইনশাআল্লাহ তারেক রহমানও করবেন।”
বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি
তারেক রহমানের ঘোষিত কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড চালু করবে, বয়স্ক ভাতা দেবে, বস্তি উন্নয়ন করবে এবং শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ঘটাবে। অর্থাৎ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে যা যা দরকার, বিএনপি তা বাস্তবায়ন করবে।”
শান্তিপূর্ণ প্রচারণার নির্দেশ
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “ভোট চাইতে গেলে ভালোভাবে চাইবেন, কোনো জোর-জবরদস্তি করা যাবে না। তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, দলের নাম ব্যবহার করে কেউ অন্যায় করলে তার দলে কোনো জায়গা হবে না।”
আবদুস সালাম বলেন, “বিএনপি ক্ষমতায় এলে ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠা হবে। যারা অন্যায়ভাবে চাকরি হারিয়েছেন, তারা চাকরি ফিরে পাবেন এবং তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করা হবে।”
মোঃ আশফুল আলম | উপ-সম্পাদক










