আধুনিক ও উদ্ভাবনী চিকিৎসা সমাধানের খোঁজে আয়োজিত ‘ডিএনএ হ্যাক ফর হেলথ ২০২৬’-এর সিলেট পর্ব অনুষ্ঠিত হয়েছে। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে অটিজম শনাক্তকরণের একটি যুগান্তকারী সমাধান উপস্থাপন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ‘নিউরোনার্চার’ নামের একটি টিম।
গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ প্রাঙ্গণে হেলথ-টেক খাতের এই ব্যতিক্রমী হ্যাকাথনের আয়োজন করে ডিএনএ হেলথ কমিউনিকেশনস বাংলাদেশ।
রানার-আপ ও অন্যান্য উদ্ভাবন
প্রতিযোগিতায় রানার-আপ হয়েছে টিম স্টার, যারা রেডিওলজিস্টদের প্রশিক্ষণে ভার্চুয়াল রিয়েলিটি (VR) প্রযুক্তি ব্যবহারের একটি মডেল দেখিয়েছে। দ্বিতীয় রানার-আপ হয়েছে মেডিলিঙ্ক, যারা জীবন রক্ষায় আইসিইউ বেড ও জরুরি ওষুধের সহজলভ্যতা নিশ্চিত করতে একটি লাইভ লজিস্টিক অ্যাপ তৈরি করেছে। এই তিনটি দল ঢাকায় অনুষ্ঠিতব্য ন্যাশনাল গ্র্যান্ড ফাইনালে অংশগ্রহণের সুযোগ পেয়েছে।
বিশেষজ্ঞদের বক্তব্য
অনুষ্ঠানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী বলেন, “আমাদের মেডিকেল কলেজগুলোতে গবেষণায় কিছু সীমাবদ্ধতা থাকলেও আমরা আন্তর্জাতিক মানের দিকে এগিয়ে যাচ্ছি। এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারলেই টেকসই উদ্ভাবন সম্ভব।”
ডিএনএ হেলথ কমিউনিকেশনসের প্রতিষ্ঠাতা এসএম নওশাদ বলেন, “এই হ্যাকাথন মেডিকেল শিক্ষার্থীদের প্রকৌশল ও ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার সুযোগ তৈরি করেছে।” তিনি দেশে চলমান সকল স্বাস্থ্য গবেষণার তথ্য সংরক্ষণের জন্য একটি ‘সেন্ট্রাল ডেটা রিপোজিটরি’ বা কেন্দ্রীয় তথ্যভাণ্ডার তৈরির দাবি জানান।
ভবিষ্যৎ পরিকল্পনা
আয়োজকরা জানান, এ বছর দেশের প্রতিটি বিভাগীয় মেডিকেল কলেজে এই হ্যাকাথন অনুষ্ঠিত হবে। এছাড়া স্বাস্থ্য সচেতনতা বাড়াতে বছরজুড়ে ওয়াকথন, ম্যারাথন, আর্ট এক্সিবিশন এবং স্বাস্থ্যকর্মীদের জন্য স্ট্যান্ডআপ কমেডি শোর মতো আয়োজনও থাকবে।
মোঃ আশফুল আলম | উপ-সম্পাদক










