ভ্যাকসিন সংকটে নিজ উদ্যোগে জলাতঙ্কের টিকা দিচ্ছে রামেক হাসপাতাল

রাজশাহী প্রতিনিধি

সরকারি সরবরাহ বন্ধ থাকায় সৃষ্ট তীব্র ভ্যাকসিন সংকটের পর অবশেষে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল কর্তৃপক্ষ নিজ উদ্যোগে জলাতঙ্কের টিকা প্রদান শুরু করেছে। টানা ২৪ দিন বন্ধ থাকার পর গত সোমবার (১২ জানুয়ারি) থেকে হাসপাতাল কর্তৃপক্ষ বাইরের একটি কোম্পানি থেকে ভ্যাকসিন ক্রয় করে রোগীদের বিনামূল্যে এই সেবা দিচ্ছে।

চরম ভোগান্তিতে ছিলেন রোগীরা
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৮ ডিসেম্বর থেকে সরকারিভাবে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন (অ্যান্টি-রেবিস ভ্যাকসিন) সরবরাহ বন্ধ হয়ে যায়। এর ফলে রামেক হাসপাতালে চিকিৎসা নিতে আসা শত শত রোগী ভ্যাকসিন না পেয়ে ফিরে যেতে বাধ্য হন। একদিকে হাসপাতালে ভ্যাকসিনের মজুদ শূন্য, অন্যদিকে নগরীর ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন দুষ্প্রাপ্য হওয়ায় রোগী ও তাদের স্বজনরা চরম বিপাকে পড়েন।

রামেকের চাহিদা ও উদ্যোগ
রামেক হাসপাতালে প্রতিদিন গড়ে ২৭০ থেকে ২৮০ জন রোগী কুকুরের কামড় বা আঁচড়ের শিকার হয়ে জলাতঙ্কের ভ্যাকসিন নিতে আসেন। সেই হিসাবে, প্রতি মাসে প্রায় সাড়ে ৮ হাজার ডোজ ভ্যাকসিনের প্রয়োজন হয়। নগরীর লক্ষ্মীপুর এলাকার ওষুধ ব্যবসায়ীরা জানান, প্রতিটি ভ্যাকসিনের বাজারমূল্য প্রায় ৪০০ টাকা।

এ বিষয়ে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, “আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি, কিন্তু এখনো সরকারিভাবে ভ্যাকসিন সরবরাহ শুরু হয়নি। রোগীদের দুর্ভোগ কমাতে হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে বাইরের একটি কোম্পানি থেকে ভ্যাকসিন কিনে বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে।”

তিনি জানান, চাহিদা অনুযায়ী প্রতিদিন প্রায় ২৭০ থেকে ২৮০টি ভ্যাকসিন সরবরাহ করা হচ্ছে, যাতে কোনো রোগী সেবা থেকে বঞ্চিত না হন।


মোঃ আশফুল আলম | উপ-সম্পাদক