পুরান ঢাকার জুতার কারখানায় আগুন

রাজধানীর পুরান ঢাকায় একটি জুতার কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।

রাজধানীর বংশালের সিক্কাটুলী এলাকায় একটি জুতার কারখানায় কাজ করার সময় আগুনে দগ্ধ হয়েছেন চার শ্রমিক। গতকাল রোববার দিবাগত রাত পৌনে দুইটার দিকে সিক্কাটুলী মাজার গলির সজীব মিয়ার ছয়তলা ভবনের নিচতলায় থাকা কারখানায় এ ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন আইনউদ্দিন (৪৫), তাঁর ভাই আমিরউদ্দিন (৪০), আইনউদ্দিনের ছেলে রুমান (১৬) ও রবিন (১৮)। দগ্ধ অবস্থায় তাঁদের রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুরোনো বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

কারখানাটি আইনউদ্দিন পরিচালনা করতেন। তাঁর দুই ছেলে রুমান ও রবিন সেখানে কাজ করতেন। কয়েক দিন আগে গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুর বাটিয়াপাড়া থেকে বেড়াতে এসেছিলেন ছোট ভাই আমিরউদ্দিন; তিনিও দগ্ধ হন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে জানান, আমিরউদ্দিনের শরীরের ৭ শতাংশ, আইনউদ্দিনের ২০ শতাংশ এবং রুমানের শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে। প্রত্যেকেই বর্তমানে বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

পুরান ঢাকার নাজিরা বাজার এলাকায় একটি বহুতল ভবনের নিচতলায় এই আগুনের সূত্রপাত হয়। আজ সন্ধ্যায় আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে ও ডাম্পিংয়ের কাজ করছে

উল্লেখ্য যে, এর আগে গত নভেম্বর মাসেও বংশালের একটি জুতা কারখানায় আঠা থেকে আগুন লেগে কয়েকজন শ্রমিক দগ্ধ হয়েছিলেন। আজকের ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত করছে ফায়ার সার্ভিস।