মৃত্যুঝুঁকি নিয়ে রেললাইনে অটোরিকশার দাপট: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা

নারায়ণগঞ্জ শহরের গলাচিপা মসজিদ মোড় থেকে উকিলপাড়া পর্যন্ত রেললাইন এখন মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন এই রেললাইন ঘেঁষে শত শত অটোরিকশা ও ইজিবাইক জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। অবাক করার বিষয় হলো, অনেক সময় চালকরা ট্রেনের গতির সাথে পাল্লা দিয়ে দ্রুত গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করে, যা যেকোনো মুহূর্তে ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে।

রেললাইন যেন সাধারণ সড়ক
সরেজমিনে দেখা যায়, গলাচিপা মসজিদ মোড় থেকে উকিলপাড়া যাওয়ার বিকল্প সরু রাস্তাটি দখল করে অবৈধ পার্কিং ও দোকানপাট বসায় মূল রেললাইনের খুব কাছ দিয়েই অটোরিকশাগুলো চলাচল করছে। ট্রেনের হুইসেল কানে আসার পরেও চালকরা গাড়ি না থামিয়ে বরং দ্রুত পার হওয়ার প্রতিযোগিতায় মেতে ওঠে। এতে করে সাধারণ যাত্রীরা চরম আতঙ্কের মধ্যে যাতায়াত করছেন।

প্রধান ঝুঁকিগুলো কী কী?

অসম প্রতিযোগিতা: ট্রেনের সাথে পাল্লা দিয়ে অটোরিকশা চালানো।

সরু পথ: রেললাইন ও রাস্তার মাঝখানের জায়গা অত্যন্ত সংকীর্ণ হওয়ায় সামান্য অসতর্কতায় অটোরিকশা ট্রেনের নিচে চলে যাওয়ার ঝুঁকি থাকে।
ভিড় ও যানজট: মোড়গুলোতে বিশৃঙ্খলভাবে গাড়ি দাঁড়ানোর ফলে ট্রেন আসার সময় দ্রুত সরে যাওয়া কঠিন হয়ে পড়ে।

জনসাধারণের উদ্বেগ
স্থানীয় বাসিন্দারা জানান, ইতিপূর্বেও এই এলাকায় ছোটখাটো অনেক দুর্ঘটনা ঘটেছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কঠোর কোনো পদক্ষেপ না নেওয়ায় চালকরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। এক পথচারী আক্ষেপ করে বলেন, “এখানে অটোরিকশা চালকরা ট্রেনের তোয়াক্কা করে না। তারা মনে করে ট্রেনের আগেই তারা পৌঁছে যাবে, কিন্তু এই পাল্লা দেওয়াটা যে কত বড় বিপদ ডেকে আনতে পারে তা তারা বুঝতে চায় না।”

সময় থাকতে এই রুটে অবৈধ অটোরিকশা চলাচল বন্ধ এবং রেললাইনের নিরাপত্তা নিশ্চিত না করলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করছেন সচেতন মহল।

মাহমুদ কাওসার,নারায়ণগঞ্জ।