উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষ হতে না হতেই বিরোধীদলীয় প্রধান প্রার্থী ববি ওয়াইনকে তার নিজ বাড়ি থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। ববি ওয়াইনের রাজনৈতিক দল ন্যাশনাল ইউনিটি প্ল্যাটফর্ম (এনইউপি) শুক্রবার (১৬ জানুয়ারি) এই চাঞ্চল্যকর দাবি করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এনইউপি জানিয়েছে, সামরিক বাহিনীর সদস্যরা ববি ওয়াইনকে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে এবং বর্তমানে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। গত বৃহস্পতিবার উগান্ডায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনের দিন থেকেই দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয় সরকার, যার ফলে রাজধানী কাম্পালাসহ সারা দেশের প্রকৃত পরিস্থিতি সম্পর্কে তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদক জানিয়েছেন, এনইউপির একজন উচ্চপদস্থ কর্মকর্তা নিশ্চিত করেছেন যে—সামরিক বাহিনী ও নিরাপত্তা এজেন্টরা ববি ওয়াইনের বাসভবনে প্রবেশ করেছিল। তবে হেলিকপ্টারে করে তাকে তুলে নেওয়ার বিষয়টি সম্পর্কে এখনো কোনো নিরপেক্ষ সূত্র থেকে শতভাগ নিশ্চিত হওয়া যায়নি।
অন্তরীণ হওয়ার ঠিক আগে ববি ওয়াইন সামাজিক মাধ্যমে এক বার্তায় দাবি করেন, নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। তিনি অভিযোগ করেন, অনেক কেন্দ্রে বৈধ ভোটারের সংখ্যার চেয়েও অনেক বেশি ভোট গণনা করা হয়েছে। এ নিয়ে তিনি জনগণকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান।
জনপ্রিয় পপ তারকা থেকে রাজনীতিতে আসা ববি ওয়াইন বর্তমান প্রেসিডেন্ট ইয়াওয়েরি মুসোভেনির প্রধান প্রতিদ্বন্দ্বী। দীর্ঘ কয়েক দশক ধরে ক্ষমতায় থাকা মুসোভেনির একচ্ছত্র আধিপত্যকে এবার বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছেন ববি।
তবে এই অপহরণ বা তুলে নেওয়ার অভিযোগের বিষয়ে উগান্ডার সরকারি কর্তৃপক্ষ বা সামরিক বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দেশটিতে চরম রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে এবং নির্বাচনী ফলাফলের অপেক্ষায় থাকা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।
-এম এইচ মামুন










