‘ক্ষমতায় গেলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাস্তবায়ন অব্যাহত থাকবে’: জামায়াত আমির

আগামী নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় গেলে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির বাস্তবায়ন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে যুক্তরাষ্ট্রের বাণিজ্য রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এই কথা বলেন।

বৈঠকে যা আলোচনা হলো
জামায়াতের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, পারস্পরিক শুল্কহার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

জামায়াত আমির ডা. শফিকুর রহমান শুল্কহার সংক্রান্ত আলোচনায় বাংলাদেশকে সহযোগিতা এবং যুক্তরাষ্ট্রের ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন (ডিএফসি) তহবিলে বাংলাদেশের প্রবেশাধিকার নিশ্চিতে সমর্থনের জন্য রাষ্ট্রদূত গ্রিয়ারকে ধন্যবাদ জানান।

যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহার করে তৈরি পোশাকের ক্ষেত্রে বাংলাদেশকে বিশেষ শুল্ক সুবিধা দেওয়ায় ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই ব্যবস্থা বাংলাদেশের পোশাক রপ্তানি বাড়াবে এবং যুক্তরাষ্ট্রের কৃষি ও শিল্প খাতকেও উপকৃত করবে। তিনি বলেন, “জামায়াত সরকার গঠন করতে পারলে, এই চুক্তির পূর্ণ বাস্তবায়ন অব্যাহত রাখবে।”

রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার জামায়াত আমিরকে জানান, তিনি গত সপ্তাহে ব্যক্তিগত উদ্যোগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের শুল্কহার হ্রাসের বিষয়ে আলোচনা করেছেন।

বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ এবং পরিচালক এমিলি অ্যাশবি।

অস্ট্রেলিয়ার সঙ্গেও বৈঠক
একই দিন অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি ব্রুস সোয়ারের সঙ্গেও জামায়াত আমিরের একটি পৃথক ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে আসন্ন নির্বাচন ও দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে বলে জামায়াতের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


মোঃ আশফুল আলম | উপ-সম্পাদক