কক্সবাজারের রামুতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শক্তিশালী অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়েছে। এই বোমার ওপর দাঁড়িয়ে গত দেড় দশক ধরে স্থানীয়রা নিয়মিত কাপড় ধুয়ে আসছিলেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় মুমিনুল হক জানান, এত বছর ধরে মানুষ এখানে যাতায়াত করেছে, কাপড় ধুয়েছে। আল্লাহর রহমতে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।
গত বৃহস্পতিবার রামুর ইতিহাস গবেষক ও আইনজীবী শিরূপন বড়ুয়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বোমা সদৃশ বস্তুটির ছবি পোস্ট করেন। তিনি লেখেন, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার জাপানি বোমা হতে পারে এবং এতে বিস্ফোরক রয়েছে কিনা, তা পরীক্ষা করা জরুরি। বিষয়টি ছড়িয়ে পড়লে এক সচেতন নাগরিক পুলিশকে অবহিত করেন।
বাংলাদেশ সেনাবাহিনীর অ্যামুনিশন বিশেষজ্ঞ ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। সেনা সূত্রে জানা গেছে, বোমাটির ওজন আনুমানিক ৩০০ থেকে ৩২০ কেজি, দৈর্ঘ্য প্রায় ১১৯ সেন্টিমিটার এবং ব্যাস প্রায় ১১৭ সেন্টিমিটার।
-সাইমুন্










