নির্বাচনে কোন অনিয়ম, বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না – আফরোজা আখতার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সাতক্ষীরার কালীগঞ্জে প্রার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা আফরোজা আক্তার।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাচন অফিসার সোহাল হোসেন জুয়েলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আফরোজা আক্তার।

তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে এবং বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে কঠোর নজরদারি বজায় রাখা হবে।

অস্ত্রধারী সন্ত্রাসী দমন ও চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তারে তিনি সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের ধরিয়ে দিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

জেলা প্রশাসক আরও বলেন, ২০২৪ সালের অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন প্রত্যাশা ও চেতনার সৃষ্টি হয়েছে, তা যেন কোনোভাবেই নষ্ট না হয়—সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। গণভোট ও নির্বাচনী প্রচারণা নির্বিঘ্নে পরিচালনার জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা নির্বাচন অফিসার নাসির উদ্দিন, আর্মি ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন নাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রাজিব, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমুল ইসলাম খান এবং থানার অফিসার ইনচার্জ জুয়েল হোসেন বলেন, তারা কোনো ধরনের তদবিরে কাজ করেন না এবং ভবিষ্যতেও করবেন না। ভোটাররা যাতে নিরাপদ পরিবেশে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে জন্য কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে।

তাঁরা আরও বলেন, রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল ও শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করলে নির্বাচন সুন্দর ও গ্রহণযোগ্য হবে। জনগণ আর পুরনো ধারার রাজনীতিতে ফিরতে চায় না। নির্বাচন আচরণবিধি ও আইনের বাইরে কোনো কার্যক্রম বরদাশত করা হবে না।

সভায় বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী আলাউদ্দিন, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুহাদ্দিস হাফেজ রবিউল বাশার, বাম গণতান্ত্রিক দলের রুবেল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক নেতা, সাংবাদিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা তাঁদের বক্তব্যে এলাকার নানা সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

এর আগে সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের ঘণ্টাব্যাপী পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

-এম এম রবিউল ইসলাম, সাতক্ষীরা/