বগুড়ায় ক্লাব-৯২ এর উদ্যেগে শীতবস্ত্র বিতরণ‌

তীব্র শীত ও শৈত্যপ্রবাহে বিপাকে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এসএসসি ’৯২ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন ‘ক্লাব-৯২’। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে বগুড়ার শেরপুর সরকারি ডিজে মডেল হাইস্কুল মাঠ সংলগ্ন সংগঠনের নিজস্ব কার্যালয় থেকে এই শীতবস্ত্র (কম্বল) বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম আব্দুল্লাহ ইবনে মাহমুদ আহমেদ। এসময় তিনি সংগঠনের এমন মানবিক কাজের প্রশংসা করে বলেন, “সমাজের সামর্থ্যবানরা এভাবে এগিয়ে এলে দরিদ্র মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।”

ক্লাব-৯২-এর সভাপতি ডা. আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. মনিরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, সংগঠনের অন্যতম সদস্য শফিকুল ইসলাম রিপন, আবুল ফজল সিদ্দিক তোতা, রাসেল মাহমুদ, শোভন দাস, খালিদ পারভেজ, জগবন্ধু বসাক, সাংবাদিক বাদশা আলম এবং নুরন্নবী হাসান প্রমুখ।

সংগঠন সূত্রে জানা গেছে, শেরপুর শহর ও শহরতলীর বিভিন্ন এলাকার প্রায় আড়াই শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানসম্মত কম্বল বিতরণ করা হয়েছে। শীতের তীব্রতায় কষ্ট পাওয়া সাধারণ মানুষ এই সহায়তা পেয়ে সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আয়োজকরা জানান, বন্ধুত্বের বন্ধনকে কেবল নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সামাজিক দায়বদ্ধতা থেকেই তারা নিয়মিত এ ধরনের জনকল্যাণমূলক কাজ করে আসছেন এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে।

 

-শফিকুল ইসলাম বাবলু

শেরপুর, বগুড়া