মাদারীপুরের কালকিনি উপজেলার পৌর এলাকার ঝাউতলা গ্রামের আল-ইরশাদ ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে মাদ্রসার প্রিন্সিপাল মাওলানা মোঃ মহসিন উদ্দিন আজাদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান আব্দুল হাই, দৈনিক জনকণ্ঠ পত্রিকার কালকিনি ও ডাসার উপজেলা প্রতিনিধি মো. জাফরুল হাসান, শিক্ষক আব্দুল আলিম, মোঃ ইসমাঈল হোসেন, মোঃ নাঈম ইসলাম, মোঃ আলী হোসেন, মোঃ আমিনুল ইসলাম ও মাওলানা আল আমীন প্রমুখ।
হাবিবুর রহমান সুমন : মাদারীপুর জেলা প্রতিনিধি









