নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়ন প্রশাসকের সৌজন্যে ধানের শীষে ভোট চাওয়ার অভিযোগে তোলপাড়

আসন্ন গণভোট ২০২৬ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মেহেরপাড়া ইউনিয়নে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ইউনিয়ন পরিষদ প্রশাসকের সৌজন্যে প্রকাশিত একটি ব্যানারে ধানের শীষ প্রতীকে ভোট চাওয়ার অভিযোগে শুরু হয়েছে তীব্র সমালোচনা।

স্থানীয়দের অভিযোগ—একজন ইউনিয়ন প্রশাসক হয়ে তিনি কীভাবে দলীয় প্রতীকের পক্ষে সরাসরি ভোট চাইতে পারেন? নির্বাচনকে সামনে রেখে এমন কর্মকাণ্ড প্রশাসনিক নিরপক্ষতার ওপর বড় প্রশ্ন তুলে দিয়েছে জনমনে।

ব্যানারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। অনেকেই মন্তব্য করছেন, প্রশাসনিক ব্যক্তির রাজনৈতিক পক্ষপাতিত্ব গণভোটের সুষ্ঠুতা এবং স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করছে।

এ বিষয়ে প্রশাসকের বক্তব্য জানা যায়নি। তবে সচেতন নাগরিকদের দাবি—ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক, যাতে নির্বাচনকেন্দ্রিক প্রশাসনিক নিরপেক্ষতা বজায় থাকে।

আরিফুল আলম আশিক
শিবপুর উপজেলা প্রতিনিধি, নরসিংদী