‘হৃদয়বিদারক এই ঘটনায় আমি গভীরভাবে শোকাহত’: ডা. শফিকুর রহমান

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জনের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি এই শোক প্রকাশ করেন।
শোকবার্তায় ডা. শফিকুর রহমান বলেন, “আজ সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি সাততলা ভবনে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের ছয়জন নিহত এবং আরো অনেকে দগ্ধ হওয়ার মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এই হৃদয়বিদারক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি।”
তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, “ইয়া রব! যারা ইতিমধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আপনি মেহেরবানী করে তাদের ক্ষমা করুন, তাদের ওপর রহম করুন এবং জান্নাতবাসী হিসেবে কবুল করুন। নিহতদের স্বজনদের এই কঠিন সময়ে উত্তম ধৈর্য ধারণের তাওফিক দান করুন।”
অগ্নিকাণ্ডে দগ্ধ ও আহত হয়ে যারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তাদের সুস্থতা কামনা করে জামায়াত আমির দোয়া করেন, “হে আরশের মালিক! যারা আহত হয়েছেন, তাদের প্রতি বিশেষভাবে রহম করুন এবং তাদেরকে দ্রুত সুস্থতার নিয়ামত দান করুন। আমিন।”
উল্লেখ্য, শুক্রবার সকালে উত্তরার ওই ভবনে লাগা আগুনে শিশু ও নারীসহ মোট ৬ জন প্রাণ হারান এবং অনেকে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
লামিয়া আক্তার