ঠাকুরগাঁওয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে আটরশি

চলমান তীব্র শৈত্যপ্রবাহে মানবতার হাত বাড়িয়ে দিয়েছে আটরশি বিশ্ব জাকের মঞ্জিল এর রুহিয়া থানা কর্মী গ্রুপ। শীতার্ত ও অসহায় মানুষের কষ্ট লাঘবে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল থেকে রুহিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আয়োজিত এই কর্মসূচিতে কর্মী গ্রুপের সদস্যরা নিজ হাতে দরিদ্র, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল তুলে দেন। শীতের কনকনে ঠান্ডায় মানবিক উষ্ণতা ছড়িয়ে দিতে এই উদ্যোগ এলাকাবাসীর মাঝে প্রশংসা কুড়িয়েছে।
এ সময় রুহিয়া থানা কর্মী গ্রুপের প্রধান হামিদুল ইসলাম জানান ,শীত মৌসুমে যেন কোনো মানুষ কষ্টে না থাকে, সেই চিন্তা থেকেই এই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
শীতবস্ত্র পেয়ে উপকৃত মানুষজন বিশ্ব জাকের মঞ্জিল এর রুহিয়া থানা কর্মী গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন মহতী উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানান।
স্থানীয়দের মতে, সামাজিক ও মানবিক কাজে রুহিয়া থানা কর্মী গ্রুপের ভূমিকা সত্যিই প্রশংসনীয়। এই উদ্যোগ শীতার্ত মানুষের মুখে হাসি ফুটিয়েছে এবং সমাজে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
আহসান হাবিব রুবেল, রুহিয়া (ঠাকুরগাঁও)