জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী অভিযোগ করে বলেছেন, ‘জুলাই যোদ্ধা নামের কিছু দুষ্কৃতিকারী জাপার বগুড়ার পার্টি অফিস দখলে নিয়েছে। দখলে নিয়ে গণভোটের ব্যানার ঝুলিয়ে দিয়েছে।’ সোমবার নির্বাচন ভবনে দলের প্রার্থীদের আপিল শুনানিতে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি অভিযোগ করেছেন যে, প্রশাসনের ব্যর্থতার সুযোগ নিয়ে একদল দুষ্কৃতকারী জুলাই যোদ্ধাদের নাম ব্যবহার করে এই দখলদারিত্ব চালাচ্ছে। মহাসচিবের মতে, আসন্ন নির্বাচনের আগে জাতীয় পার্টির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এবং আতঙ্ক ছড়াতে এই ধরনের হামলা ও দখলদারিত্ব চালানো হচ্ছে।
শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘জাপার বগুড়া পার্টি অফিসে এখনও তালা ঝুলছে। জাপা এখনও এটার আইনগত দখলের অধিকারী। কিন্তু জুলাই যোদ্ধা নামে ব্যানারে কিছু দুষ্কৃতকারী, আমরা মনে করি কেউ কেউ অফিসটি দখল করেছে দোকান ভাড়া দেয়ার উদ্দেশ্যে অথবা জাপাকে ভোটের মাঠ থেকে সরিয়ে দেয়ার হীন উদ্দেশ্যে। গণতন্ত্রকে নস্যাৎ করার উদ্দেশ্যে সেখানে তারা তালা লাগিয়ে দিয়েছে। সেখানে তারা হ্যাঁ, না ভোটের ব্যানার লাগিয়ে দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘গণভোট একটি সম্মানিত বিষয়। কিন্তু কারও পার্টি অফিস দখল করে গণভোটের ব্যানার লাগিয়ে দিয়ে গণভোটকে ছাপিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। যদি জুলাই যোদ্ধা নামের কোনো সেন্ট্রাল সংগঠন থাকে, তাহলে বগুড়ার বিষয়টি তদন্ত করে তাদেরকে বহিষ্কার করা হোক।’
-মামুন










