মনোহরদীতে ৭ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৫.৫ লাখ টাকা

মনোহরদী উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭টি ইটভাটাকে মোট ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে দেখা যায়, সংশ্লিষ্ট ইটভাটাগুলোর প্রয়োজনীয় বৈধ কাগজপত্র নেই এবং কৃষিজমির মাটি ব্যবহার করে ইট প্রস্তুত করা হচ্ছিল। যা পরিবেশ সংরক্ষণ আইন ও কৃষিজমি সুরক্ষা বিধিমালার লঙ্ঘন। এ অপরাধে ভাটাগুলোর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।
এ সময় ইটভাটা মালিকরা দ্রুত বৈধ কাগজপত্র সম্পন্ন করবেন এবং ভবিষ্যতে কৃষিজমির মাটি ব্যবহার করবেন না—এই মর্মে লিখিত মুচলেকা প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মনোহরদী, নরসিংদী জনাব মোঃ সজিব মিয়া। অভিযানে পরিবেশ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব প্রশান্ত কুমার রায় উপস্থিত ছিলেন এবং প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিদর্শক জনাব সমর কৃষ্ণ দাস।
প্রশাসন সূত্র জানায়, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

সাইফুর রহমান নিশাদ
মনোহরদী (নরসিংদী)