মডেল থেকে কোরিওগ্রাফার সাদ্দাম শিহাব

শুরুটা হয়েছিলো যার ২০১৪ সালে ব্র্যান্ডের ফটোশ্যুট এবং টিভি চ্যানেলগুলোর ফ্যাশন ভিডিও শ্যুটের মাধ্যমে। যাত্রার শুরু ২০১৪ হতে হলেও মাঝখানে বিরতি দিয়ে ফিরে এসেছেন আবার। মাঝখানে জিমে গিয়ে মেদ ঝরিয়ে ঝরঝরে হয়ে ফিরে এসেছেন, নিজের যায়গা দখল করতে।

বলছিলাম নারায়ণগঞ্জের হৃতিক বলে খ্যাত সাদ্দাম শিহাবের কথা। শুরুটা হয়েছিলো যার ২০১৪ সালে ব্র্যান্ডের ফটোশ্যুট এবং টিভি চ্যানেলগুলোর ফ্যাশন ভিডিও শ্যুটের মাধ্যমে। এর ভেতরে সে প্র্যাক্টিস শুরু করে তার আদর্শ হৃতিক রোশান’র ডান্স। যা তাকে নতুনভাবে ফিরে আসার অনুপ্রেরণা দেয়। হৃতিক’র ডান্স কাভার করেই নজরে পরে নেট দুনিয়ার নেটিজেনদের। দৃষ্টি কাড়তে সক্ষম হন ভিউয়ার্সদের!

এরই প্রেক্ষিতে সম্প্রতি আনন্দ টিভিতে তার একটা ইন্টারভিউ ইতোমধ্যেই ১.৫ মিলয়ন ভিউয়ে গিয়ে দাঁড়িয়েছে। এছাড়াও অতি সম্প্রতি তার ডান্স কাভার নিয়ে প্রতিবেদন প্রচারিত হয়েছে বিটিভি এবং বৈশাখি টিভিতে। সম্প্রতি ইউটিউবে পাওয়া যাচ্ছে নতুন রোমান্টিক মিউজিক ভিডিও ‘ট্রেডমিলে’ গানটি।

গানটির মডেল হিসেবে আছেন সাদ্দাম শিহাব। এছাড়া সামনের নিউ ইয়ার ২০২৬’র জন্যে তার আইডল হৃতিক’র‘ওয়ার ২’ মুভির‘জানাব এ আলি’ গানটির কভার করার প্রস্তুতি নিচ্ছেন সাদ্দাম শিহাব।
সব মিলিয়ে এখন হয়তো সময় সাদ্দাম শিহাবের! এ সুসময়ের ধারাবাহিকতায় অতি সম্প্রতি কিছু টিভি চ্যানেল, ফ্যাশন ব্র্যান্ড এবং বিজ্ঞাপনী সংস্থার সাথে নতুন নতুন কাজ নিয়ে আলাপ চলছে এই তরুণ তুর্কীর।

সাদ্দাম শিহাবের এই ১ যুগের মডেল যাত্রায় সহযাত্রী হিসেবে সব সময় কাছে পেয়েছেন, মডেল প্রমোটার হিসেবে বিবেচিত অন্যতম প্রতিষ্ঠান `সুহৃদ’নামক প্রতিষ্ঠানটিকে।

মাহমুদ সালেহীন খান