আপিলে প্রার্থীতা ফিরে পেলেন জয়পুরহাটের স্বতন্ত্র নারী প্রার্থী শিখা

আপিলে মনোনয়নপত্রের বৈধতা পেয়েছেন জয়পুরহাট-১ আসনে স্বতন্ত্র নারী প্রার্থী সাবেকুন নাহার শিখা। বুধবার (১৪ জানুয়ারি) রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে হওয়া আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেন। ফলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার অংশ নিতে আর কোনও বাধা থাকলো না।

বুধবার সকালে এক ভিডিও বার্তায় জয়পুরহাট-১ আসনের স্বতন্ত্র নারী প্রার্থী সাবেকুন নাহার শিখা এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ৩ জানুয়ারি জয়পুরহাট জেলা রিটার্নিং অফিসার ও জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন মিয়া এ প্রার্থীসহ দুটি আসনে ৭ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন। এদের মধ্যে জয়পুরহাট-১ আসনে সাবেকুন নাহার শিখার মনোনয়ন ফরমে এক শতাংশ ভোটারের নামের ভুল থাকায় মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। পরে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন।

আপিল শুনানি শেষে সাবেকুন নাহার শিখা জানান, নির্বাচন কমিশনে করা আমার আপিল মঞ্জুর হয়েছে। আমার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এ এক সপ্তাহ আমাদের জন্য ভিন্নরকম অভিজ্ঞতা ছিল। দেশে-বিদেশে অনেকেই দোয়া ও শুভকামনা জানিয়েছেন। এছাড়া কাগজপত্রে ত্রুটি থাকায় স্বতন্ত্র প্রার্থী জালাল উদ্দীন মণ্ডল, খেলাফতে মজলিসের প্রার্থী মাওলানা আনোয়ার হোসেনের মনোনয়ন বাতিল করা হয়।

উল্লেখ, দুটি আসনে ‌মনোনয়ন দাখিলকারী ১৫ জনের মধ্যে ৭ জনের মনোনয়ন বাতিল হলেও ৫ জন প্রার্থী বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন। এদের মধ্যে এখন পর্যন্ত তিনজনের মনোনয়ন বৈধ করেছে নির্বাচন কমিশন।

 

-জয়নাল আবেদীন জয়
জয়পুরহাট জেলা প্রতিনিধি