আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সচেতন করতে র্যালি ও লিফলেট বিতরণ করেছে পাঁচবিবি উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র্যালি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালির মাধ্যমে ভোটারদের সঠিক নিয়মে ভোট প্রদান ও নির্বাচনে অংশগ্রহণে উদ্বুদ্ধ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সেলিম আহমেদের নেতৃত্বে জাতীয় সংসদ ও গণভোট নির্বাচন উপলক্ষে এ র্যালি ও লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. মোবারক হোসেন, একাডেমি সুপারভাইজার মো. জহুরুল ইসলাম, পাঁচবিবি থানার এসআই মো. নুর-ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
-জয়নাল আবেদীন জয়
জয়পুরহাট জেলা প্রতিনিধি










