আইকিউএয়ারের তালিকার শীর্ষে ঢাকা

দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ধুঁকতে থাকা ঢাকা আবারও বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে উঠে এসেছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার (IQAir) থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, ২৭১ স্কোর নিয়ে বায়ুদূষণে ঢাকা বিশ্বের এক নম্বর শহর হিসেবে চিহ্নিত হয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ২৭১ স্কোর থাকার অর্থ হলো ঢাকার বাতাস বর্তমানে ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। সম্প্রতি বৃষ্টির কারণে বায়ুমান সাময়িকভাবে কিছুটা উন্নত হলেও শুষ্ক মৌসুমে তা আবার চরম উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। একই সময়ে ২১৫ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে কিরগিজস্তানের শহর বিশকেক এবং ২০৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি।
বাতাসের মান ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে তাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় জরুরি স্বাস্থ্যবার্তা হিসেবে শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সুস্থ ব্যক্তিদের ক্ষেত্রেও ঘরের বাইরের কার্যক্রম যতটা সম্ভব সীমাবদ্ধ রাখতে বলা হয়েছে।
সাধারণত পাঁচটি দূষণকারীর ওপর ভিত্তি করে এই একিউআই (AQI) নির্ধারণ করা হয়— যার মধ্যে রয়েছে বস্তুকণা (পিএম২.৫ ও পিএম১০), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)। চিকিৎসকদের মতে, এই বিষাক্ত বাতাস শুধু ফুসফুসের রোগ নয়, বরং স্ট্রোক, হৃদরোগ এবং ক্যানসারের মতো প্রাণঘাতী রোগের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্যমতে, বায়ুদূষণ এখন একটি নীরব ঘাতক। প্রতি বছর বিশ্বে প্রায় ৭০ লাখ মানুষ বায়ুদূষণজনিত কারণে মারা যায়। বিশেষ করে শিশু, অন্তঃসত্ত্বা নারী এবং প্রবীণরা এই দূষণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, অপরিকল্পিত নির্মাণ কাজ, যানবাহনের ধোঁয়া এবং ইটভাটার দূষণ নিয়ন্ত্রণ করতে না পারলে ঢাকার এই ‘বিশ্বচ্যাম্পিয়ন’ খেতাব থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়।
লামিয়া আক্তার