জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডের সাজা বৃদ্ধি করে মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষের করা আপিল আজ শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালতের কার্যতালিকায় মামলাটি ৫৮ নম্বর ক্রমিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড প্রদান করলেও অন্য একটি অভিযোগে তাদের আমৃত্যু কারাদণ্ডাদেশ দেন। পরবর্তীকালে গত ১৫ ডিসেম্বর আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়িয়ে সর্বোচ্চ দণ্ড অর্থাৎ মৃত্যুদণ্ড চেয়ে আপিল বিভাগ আবেদন করে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ)।
রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম এ বিষয়ে বলেন, “আমরা মোট আটটি সুনির্দিষ্ট যুক্তিতে আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে মৃত্যুদণ্ড চেয়ে এই আপিল দায়ের করেছি। আজ চেম্বার আদালতে এটি শুনানির জন্য রয়েছে।”
একই মামলার অন্য একটি অংশে, রাজসাক্ষী হিসেবে পরিচিত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনও তার পাঁচ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন। আজ সেই আবেদনের বিষয়েও আদালতের দৃষ্টি আকর্ষণ করা হতে পারে।
উল্লেখ্য, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত সরকারের শীর্ষ ব্যক্তিদের বিরুদ্ধে এই বিচারিক কার্যক্রম চলছে। আজ চেম্বার আদালতের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে পরবর্তী পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিনক্ষণ নির্ধারিত হতে পারে।
–লামিয়া আক্তার










