ভাঙ্গায় বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল চালক ও হেলপারের, নিহত ২

ফরিদপুরের ভাঙ্গায় বাস ও ট্রাকের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের যাত্রী ও ট্রাকের শ্রমিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার প্রাণিসম্পদ অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ট্রাকচালক নবীন শেখ (২২), তিনি ফরিদপুর সদর উপজেলার ধলার মোড় এলাকার শেখ মজিদের ছেলে। নিহত অপরজন হলেন ট্রাকের হেলপার রাশেদ (৩০)। রাশেদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। আহত ১৫ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ফরিদপুরের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বরিশাল থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইটভাটার একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ট্রাকের হেলপার রাশেদ প্রাণ হারান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ট্রাকচালক নবীন শেখের মৃত্যু হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, “দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা গেছেন। দুর্ঘটনা কবলিত যান দুটি উদ্ধার করে সড়ক যোগাযোগ স্বাভাবিক করা হয়েছে।”
তিনি আরও জানান, এই ঘটনায় ঘাতক বাসের বিষয়ে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
-লামিয়া আক্তার