ফেসবুকে আগাম ভোট চাওয়া: চট্টগ্রাম-১৩ আসনে বিএনপি প্রার্থীকে শোকজ

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপির প্রার্থী সরওয়ার জামাল নিজামকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নির্ধারিত সময়ের আগেই ধানের শীষে ভোট চাওয়ার অভিযোগে তাকে এই নোটিশ দেওয়া হয়।

ঘটনার প্রেক্ষাপট
ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন (নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক) কমিটির চেয়ারম্যান শাহরিয়ার শামস স্বাক্ষরিত নোটিশ সূত্রে জানা যায়, ফেসবুকে প্রচারিত একটি ভিডিওতে সরওয়ার জামাল নিজামকে আচরণবিধি লঙ্ঘন করে আগাম নির্বাচনী প্রচারণা চালাতে দেখা যায়। কমিটি ভিডিওটি যাচাই-বাছাই করে এর সত্যতা পেয়েছে এবং একটি সংরক্ষিত কপিও তাদের কাছে রয়েছে।

নোটিশে যা বলা হয়েছে
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সরওয়ার জামাল নিজামের কাছে পাঠানো এই শোকজ নোটিশে বলা হয়েছে, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে একজন প্রার্থী হিসেবে আপনার এরূপ কর্মকাণ্ড ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর সুস্পষ্ট লঙ্ঘন।”

নোটিশে আরও বলা হয়, “এমতাবস্থায় আপনার বিরুদ্ধে কেন নির্বাচন কমিশন বরাবর সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করা হবে না, সেই বিষয়ে আপনাকে অথবা আপনার মনোনীত প্রতিনিধিকে আগামী ১৯ জানুয়ারি বেলা ১১টায় সিনিয়র সিভিল জজ ৩য় আদালত, চট্টগ্রামে সশরীরে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য বা ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।”

এই নোটিশটি দ্রুততম সময়ের মধ্যে জারি করে প্রতিবেদন পাঠানোর জন্য আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।


মোঃ আশফুল আলম | উপ-সম্পাদক