নারায়ণগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা ফতুল্লার শিবু মার্কেট এলাকায় দীর্ঘদিন ধরেই নিত্য ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পথচারীরা। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত তীব্র যানজট, অবৈধ পার্কিং, ফুটপাত দখল এবং দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনার কারণে এই এলাকায় স্বাভাবিক চলাচল কার্যত ব্যাহত হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিবু মার্কেট এলাকায় ছোট-বড় অসংখ্য দোকান, কাঁচাবাজার, বাসস্ট্যান্ড ও অটোরিকশা স্ট্যান্ড ঘিরে অপরিকল্পিতভাবে যান চলাচল পরিচালিত হচ্ছে। সড়কের দুই পাশে যত্রতত্র অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা, ভ্যান ও পণ্যবাহী গাড়ি দাঁড়িয়ে থাকায় সড়কের কার্যকর প্রশস্ততা অনেকাংশে কমে গেছে। ফলে সামান্য যানবাহন বাড়লেই পুরো এলাকা অচল হয়ে পড়ে।
ব্যবসায়ীরা অভিযোগ করেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রেতারা যানজটের কারণে মার্কেটে প্রবেশ করতে নিরুৎসাহিত হন। এতে তাদের ব্যবসায়িক ক্ষতি হচ্ছে। শিবু মার্কেটের এক কাপড় ব্যবসায়ী বলেন, “প্রতিদিনই একই অবস্থা। গাড়ি ঢুকতে পারে না, মানুষ হাঁটতেও ভয় পায়। প্রশাসনের লোক আসে, কিছুক্ষণ পর চলে যায়, আবার আগের মতোই সব শুরু হয়।”
পথচারীদের অভিযোগ আরও গুরুতর। ফুটপাত দখল হয়ে যাওয়ায় তাদের বাধ্য হয়ে ব্যস্ত সড়ক দিয়েই চলাচল করতে হচ্ছে। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। বিশেষ করে নারী, শিশু, বৃদ্ধ ও শিক্ষার্থীদের জন্য পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয় এক শিক্ষার্থী জানান, “স্কুল বা কোচিংয়ে যেতে প্রতিদিন ভয় নিয়ে রাস্তা পার হতে হয়। কোনো শৃঙ্খলা নেই।”
যানজটের কারণে জরুরি সেবাও ব্যাহত হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, অসুস্থ রোগী নিয়ে অ্যাম্বুলেন্স আটকে থাকার ঘটনাও একাধিকবার ঘটেছে। একইভাবে ফায়ার সার্ভিস বা আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি দ্রুত চলাচল করতে পারছে না।
এলাকাবাসীর অভিযোগ, শিবু মার্কেট এলাকায় নিয়মিত ট্রাফিক পুলিশ বা সিটি করপোরেশনের কার্যকর নজরদারি নেই। মাঝে মাঝে অভিযান চালানো হলেও তা স্থায়ী সমাধান আনতে ব্যর্থ হচ্ছে। অবৈধ দোকান ও পার্কিংয়ের বিরুদ্ধে ধারাবাহিক ব্যবস্থা না নেওয়ায় সমস্যাটি দিন দিন আরও প্রকট আকার ধারণ করছে।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহলের দাবি, শিবু মার্কেট এলাকার জন্য আলাদা ট্রাফিক ব্যবস্থাপনা পরিকল্পনা, নির্দিষ্ট পার্কিং জোন নির্ধারণ, ফুটপাত দখলমুক্ত করা এবং নিয়মিত মনিটরিং জরুরি। তা না হলে এই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকার ভোগান্তি আরও ভয়াবহ রূপ নেবে।
সব মিলিয়ে, শিবু মার্কেট এলাকার যানজট ও অব্যবস্থাপনা এখন শুধু দৈনন্দিন দুর্ভোগ নয়, বরং নগর ব্যবস্থাপনার ব্যর্থতার একটি স্পষ্ট উদাহরণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
মাহমুদ কাওসার
নারায়ণগঞ্জ।










