মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকির মুখে নজিরবিহীন পদক্ষেপ নিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেটররা। ন্যাটোভুক্ত কোনো সদস্য দেশের ভূখণ্ড দখল বা নিয়ন্ত্রণ করা থেকে প্রেসিডেন্টকে বিরত রাখতে মঙ্গলবার (১৩ জানুয়ারি) সিনেটে একটি দ্বিপক্ষীয় বিল উত্থাপন করা হয়েছে।
ডেমোক্র্যাট সিনেটর জিন শাহীন এবং রিপাবলিকান সিনেটর লিসা মারকোস্কি যৌথভাবে এই ‘ন্যাটো ইউনিটি প্রটেকশন অ্যাক্ট’ প্রবর্তন করেন। এই প্রস্তাবিত আইন অনুযায়ী, কোনো ন্যাটো সদস্য দেশের ভূখণ্ড ‘অবরোধ, দখল, একত্রীকরণ বা নিয়ন্ত্রণ’ করার জন্য প্রতিরক্ষা বা পররাষ্ট্র বিভাগ কোনো সরকারি তহবিল ব্যবহার করতে পারবে না।
নিউ হ্যাম্পশায়ারের সিনেটর জিন শাহীন বলেন, “এই আইন স্পষ্ট করে দিচ্ছে যে মার্কিন করদাতাদের অর্থ এমন কোনো কাজে ব্যবহার করা যাবে না, যা আমাদের নিজস্ব ন্যাটো প্রতিশ্রুতির পরিপন্থী।”
প্রেসিডেন্ট ট্রাম্প বারবার দাবি করে আসছেন যে, গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনতেই হবে। তার মতে, প্রচুর খনিজ সম্পদে সমৃদ্ধ এই দ্বীপটি মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাম্পের আশঙ্কা, যুক্তরাষ্ট্র এগিয়ে না আসলে চীন বা রাশিয়া গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে, যা উত্তর মেরুতে যুক্তরাষ্ট্রের প্রভাব কমিয়ে দেবে।
ট্রাম্পের এই অবস্থান ইউরোপীয় মিত্রদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। আলাস্কার রিপাবলিকান সিনেটর লিসা মারকোস্কি ট্রাম্পের কড়া সমালোচনা করে বলেন, “আমাদের মিত্রদের বিরুদ্ধেই যুক্তরাষ্ট্র সামরিক শক্তি ব্যবহার করতে পারে—এই ধারণাটাই উদ্বেগজনক। কংগ্রেসকে আইনের মাধ্যমে এটি প্রত্যাখ্যান করতে হবে।” বিশ্লেষকরা মনে করছেন, গ্রিনল্যান্ড নিয়ে এই টানাপোড়েন ন্যাটো জোটের ভবিষ্যৎকেই প্রশ্নের মুখে ফেলেছে।
এদিকে গ্রিনল্যান্ডের বাসিন্দাদের বিশাল একটি অংশ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের বিপক্ষে। ডেনিশ পত্রিকা ‘বার্লিংস্কে’-এর এক জরিপ অনুযায়ী, গ্রিনল্যান্ডের ৮৫ শতাংশ মানুষ ডেনমার্কের সঙ্গেই থাকতে চান, যেখানে যুক্তরাষ্ট্রের পক্ষে মাত্র ৬ শতাংশ।
পরিস্থিতি সামাল দিতে বুধবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের। এছাড়া শুক্রবার ডেনমার্ক সফরে যাচ্ছে যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের দ্বিদলীয় কংগ্রেস প্রতিনিধিদল।
-এম. এইচ. মামুন










