রংপুরের গংগাচড়া উপজেলার গংগাচড়া সদর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আর নেই

রংপুরের গংগাচড়া উপজেলার গংগাচড়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক ৪ বারের সফল সাবেক চেয়ারম্যান এবং মাহফুজ রহমান দুলু বর্তমান চেয়ারম্যানের বড় ভাই মতিয়ার রহমান আনুমানিক বিকাল ৫ টা নাগাত ঢাকার উত্তরা ক্রিসেন্ট হসপিটালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার জানাজা হবে নিজ বাসভবনে রোজ বুধবার ১৪ জানুয়ারি ২০২৬ দুপুর ২ ঘটিকা। চেয়ারম্যান হিসেবে মতিয়ার রহমানের “ভালো কাজ” বলতে তার রাজনৈতিক কর্মপরিকল্পনা, যেমন শিক্ষা, স্বাস্থ্য, নারীর অধিকার ও কর্মসংস্থান নিশ্চিতকরণ, এবং দলের আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেওয়াকে বোঝানো হয়েছে, যদিও তার রাজনৈতিক জীবনে ভালো-মন্দ নিয়ে বিভিন্ন মত প্রচলিত আছে। কর্মসূচি ও নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে জানা যায়।

সাংবাদিকদের সামনে শিক্ষা, স্বাস্থ্য, নারীর অধিকার ও ক্ষমতায়ন, কর্মসংস্থান এবং নিরাপদ জীবন নিশ্চিত করার পরিকল্পনা তুলে ধরেছেন।

দলের আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেওয়া, বিশেষত সাম্প্রতিক জুলাই-আগস্ট বিপ্লবে কর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং সরকারের পতনের পর দলীয় কার্যক্রম পরিচালনায় ভূমিকা রেখছেন।

অসহায় নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন এবং দলীয় কর্মীদের welfare-এর জন্য কাজ করছেন।

 

আব্দুল আউয়াল, গংগাচড়া(রংপুর)