পানছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ দেশি অস্ত্র উদ্ধার

পার্বত্য সীমান্ত এলাকায় অপরাধ ও সহিংসতার সম্ভাব্য ঝুঁকি প্রতিরোধে খাগড়াছড়ির পানছড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি)।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর আওতাধীন বৌদ্ধমনিপাড়া বিওপির একটি টহল দল পানছড়ি উপজেলার আমতলী যাত্রী ছাউনির পার্শ্ববর্তী এলাকায় নিয়মিত টহল ও গোপন নজরদারির অংশ হিসেবে অভিযান চালায়। অভিযানে কোনো সংঘর্ষ ছাড়াই পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, বৌদ্ধমনিপাড়া বিওপির টহল কমান্ডার সুবেদার মো. শফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৭২টি দা, ৮টি কুড়াল এবং ১০টি বনলতা সালশা উদ্ধার করা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় সংঘবদ্ধ অপরাধ, সহিংসতা কিংবা চোরাচালান সংশ্লিষ্ট কর্মকাণ্ডে এসব অস্ত্র ব্যবহারের আশঙ্কা ছিল।

বিজিবি কর্মকর্তারা জানান, পার্বত্য সীমান্ত এলাকায় অবৈধ দেশীয় অস্ত্রের মজুদ আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগজনক। এ ধরনের অভিযান সীমান্ত অঞ্চলে সম্ভাব্য সংঘাত প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখছে এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করছে।

উদ্ধারকৃত অস্ত্রসমূহ বর্তমানে বৌদ্ধমনিপাড়া সীমান্ত ক্যাম্পের বিওপিতে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। কারা এসব অস্ত্র সেখানে মজুদ করেছিল তা শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও চলছে। বিজিবি জানায়, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্রের চলাচল বন্ধ, অপরাধ দমন এবং সার্বিক নিরাপত্তা বজায় রাখতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

-রঞ্জন দাশ, খাগড়াছড়ি