গত দেড় দশক ধরে আমাদের হাতের তালুতে আটকে আছে এক টুকরো কাচ আর সিলিকনের জাদু—স্মার্টফোন। সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমানো পর্যন্ত এটিই এখন আমাদের নিত্যসঙ্গী; কিন্তু ২০২৬ সালের প্রযুক্তিবিশ্বে এক নতুন প্রশ্ন জোরালো হয়ে উঠেছে—স্মার্টফোনের রাজত্ব কি তবে শেষের পথে? আমাদের প্রিয় এই ডিভাইসটি কি তবে ইতিহাসের পাতায় ল্যান্ডফোন বা পেজারের মতো ‘সেকেলে’ হয়ে যাচ্ছে?
স্মার্টফোনের প্রধান সীমাবদ্ধতা হলো এটি আমাদের একটি ছোট স্ক্রিনে আটকে রাখে। বারবার পকেট থেকে বের করতে হয়, তাকিয়ে থাকতে হয় নিচের দিকে। এই ‘স্ক্রিন-নির্ভরতা’ কাটাতে বিশ্বখ্যাত প্রযুক্তি কোম্পানিগুলো এখন এমন সব ডিভাইস নিয়ে কাজ করছে যা আমাদের সরাসরি চারপাশের জগতের সাথে যুক্ত রাখবে।
কল্পনা করুন, আপনি রাস্তা দিয়ে হাঁটছেন আর আপনার চোখের সামনে ভাসছে ম্যাপ। কারো সাথে কথা বলছেন, আর তার পরিচয় বা দরকারি তথ্য আপনার চশমার কাঁচেই ভেসে উঠছে। স্মার্ট গ্লাস বা অগমেন্টেড রিয়ালিটি গ্লাস এখন আর কল্পনা নয়। এটি আপনার পকেটের ফোনকে চোখের সামনে নিয়ে আসছে।
সম্প্রতি বাজারে আসা ছোট একটি পিন যা শার্টের কলারের সাথে লাগিয়ে রাখা যায়। এর কোনো স্ক্রিন নেই, এটি লেজার প্রজেক্টরের মাধ্যমে আপনার হাতের তালুকেই বানিয়ে দেবে টাচস্ক্রিন। কথা বললে উত্তর দেবে, ইমেইল পড়ে শোনাবে। স্মার্টফোনের সব কাজ এখন স্ক্রিন ছাড়াই সম্ভব।
সবচেয়ে বৈপ্লবিক ও বিতর্কিত প্রযুক্তি হলো সরাসরি মস্তিষ্কের সাথে কম্পিউটারের সংযোগ। যদি চিন্তা করলেই মেসেজ পাঠানো যায় বা গান শোনা যায়, তবে হাতে ফোন রাখার প্রয়োজন কোথায়?
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, স্মার্টফোন হয়তো রাতারাতি গায়েব হয়ে যাবে না, তবে এর রূপ বদলে যাবে। আমাদের ফোন হয়তো হয়ে উঠবে একটি ‘হাব’ বা প্রসেসর, যা থাকবে পকেটে বা ব্যাগে। আর আমরা সব কাজ করব স্মার্ট চশমা বা কানের ডিভাইসের মাধ্যমে।
তবে এই পরিবর্তনের পথে বড় বাধা হলো মানুষের ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসি। চোখে চশমা দিয়ে যদি কেউ গোপনে ভিডিও রেকর্ড করে বা এআই যদি সবসময় আমাদের কথা শোনে, তবে তা ব্যক্তিগত নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। এছাড়া দাম ও ব্যাটারি ব্যাকআপের বিষয় তো আছেই।
এক নজরে বিবর্তন
নব্বইয়ের দশক: হাতে এল মোবাইল ফোন (কেবল কথা বলার জন্য)
২০১০-এর দশক: স্মার্টফোনের উত্থান (পুরো দুনিয়া পকেটে)
২০২০-এর পরবর্তী: পরিধানযোগ্য প্রযুক্তি বা স্মার্ট ডিভাইসের শুরু (স্ক্রিনহীন পৃথিবী)
হয়তো আজ থেকে পাঁচ বছর পর আজকের এই ঝকঝকে স্মার্টফোনটিকে আমাদের কাছে পাথরের যুগের হাতিয়ার মনে হবে। পৃথিবী এগোচ্ছে ‘অদৃশ্য প্রযুক্তির’ দিকে, যেখানে ডিভাইস থাকবে না কিন্তু সুবিধা থাকবে সবখানে। আপনি কি প্রস্তুত সেই স্মার্টফোনহীন ভবিষ্যতের জন্য?
-এম এইচ মামুন










